আর্কাইভ থেকে আফ্রিকা

সুদানের নদীতে ভেসে এসেছে ৩০টি মরদেহ

সুদানের নদীতে ভেসে এসেছে ৩০টি মরদেহ

সুদানের শেতিত নদীতে ভেসে এসেছে অন্তত ৩০টি মরদেহ। মরদেহগুলোর হাত-পা বাঁধা, রয়েছে গুলির চিহ্ন। ইথিওপিয়ার টিগ্রে বাহিনী ও সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর সীমানা হিসেবে কাজ করে নদীটি। ভেসে আসা মৃতদেহগুলো ইথিওপিয়ার নাগরিকদের বলে জানিয়েছে সুদানে আশ্রয় নেওয়া শরণার্থীরা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইথিওপিয়া থেকে পালিয়ে আসা এক শরণার্থী জানান, গেল ছয় দিনে ভেসে আসা অন্তত ১০টি মৃতদেহ কবর দিয়েছেন তিনি। সোমবার ভেসে আসে আরও ৭টি। হাত-পা বাঁধা অবস্থায় থাকা সবগুলো মৃতদেহেই গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি ইথিওপিয়ার সরকার। তবে, সোমবার সরকারি নিয়ন্ত্রণাধীন এক টুইট বার্তায় জানানো হয়, ভেসে আসা এসব মৃতদেহের ভুয়া ছবির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে টিগ্রের বিদ্রোহীরা।

আট মাস আগে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের যুদ্ধ শুরু হয়। সাম্প্রতিক সময়ে দুই বাহিনীর মধ্যে সহিংসতা আরও জোরালো রূপ নিয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন সুদানের | নদীতে | ভেসে | এসেছে | ৩০টি | মরদেহ