আর্কাইভ থেকে জাতীয়

মুজিববর্ষের প্রতিশ্রুত অনুযায়ী ৩শ পরিবারকে ফ্ল্যাট হস্তান্তর

মুজিববর্ষের প্রতিশ্রুত অনুযায়ী ৩শ পরিবারকে ফ্ল্যাট হস্তান্তর

সাধারণ মানুষ যাতে এক জায়গা থেকেই সব ধরনের সরকারি সেবা পেতে পারে সেলক্ষ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবাসন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। 

গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই উদ্ধোধনী অনুষ্ঠানে রাজধানীর বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক তিন’শ ফ্ল্যাট উদ্বোধন করেন সরকার প্রধান।  

মিরপুরের ১১ নম্বর সেকশনে নির্মিত ১৪তলার পাঁচটি ভবনের ৫৩৩টি ফ্ল্যাটে, এসব পরিবার বস্তি ঘরের সমপরিমাণ ভাড়া দিয়েই বসবাস করতে পারবে। 
মুজিববর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী ৩শ পরিবারকে এসব আধুনিক ফ্ল্যাট হস্তান্তর করা হলো। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর জীবনযাত্রায় সব শ্রেণী পেশার মানুষেরই প্রয়োজন আছে। এরপরও বস্তিবাসীরা গ্রামে ফিরতে চাইলে, তাদেরকে সব ধরনের সুবিধা দেবে সরকার।

অনুষ্ঠানে  ঢাকা ও মাদারীপুরে সরকারী কর্মকর্তা-কর্মচারিদের জন্য পাঁচটি আবাসন প্রকল্প ও  অফিস ভবনও উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন মুজিববর্ষের | প্রতিশ্রুত | অনুযায়ী | ৩শ | পরিবারকে | ফ্ল্যাট | হস্তান্তর