আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রতারণার জন্য কোন পেশাই বাকি রাখেননি সে, অবশেষে আটক

প্রতারণার জন্য কোন পেশাই বাকি রাখেননি সে, অবশেষে আটক

নওগাঁয় ভুয়া ডিসি, পুলিশ সুপার, ডাক্তার ও সেনাবাহিনীসহ বিভিন্ন পেশার পরিচয়দানকারী সাদ্দাম হোসেন নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি যশোর জেলার ঝিকরগাছা থানার আটুলিয়া গ্রামের কাওছার আলীর ছেলে সাদ্দাম হোসেন।

মঙ্গলবার ভোরে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

তিনি বলেন, সাদ্দাম হোসেন বিভিন্ন সুন্দরী মেয়েদের পটানোর কৌশল হিসেবে নিজের লাইফ স্টাইল চেঞ্জ করেন। সে একেক সময়ে একেক মেয়ের কাছে বিভিন্ন পেশার পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে দৈহিক সম্পর্ক স্থাপন করে বড় অংকের টাকা লুটে নেন। এর আগে প্রতারণা করে দুটি বিয়েও করেন। একই সঙ্গে দুই স্ত্রীর ঘরে তার ছেলে ও মেয়ে রয়েছে।

এদিকে জেলার এক মহিলা ভাইস চেয়ারম্যানের কাছ থেকে প্রতারণা করে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর গা ঢাকা দেন। পরে মহিলা ভাইস চেয়ারম্যান জানতে পারের শহরের একটি আবাসিক হোটেলে তার স্ত্রীসহ অবস্থান করছে সাদ্দাম। তার অভিযোগের প্রেক্ষিতে স্ত্রীসহ একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে সদর মডেল থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। আদালতে তাকে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন প্রতারণার | জন্য | পেশাই | বাকি | রাখেননি | অবশেষে | আটক