আর্কাইভ থেকে আইন-বিচার

জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান ৬ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ

জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান ৬ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৬ মাসের মধ্যে দুর্নীতির অনুসন্ধান শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ নির্দেশনা দেয়া হয়। এর আগে জাহাঙ্গীর আলমের দুর্নীতির তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান। খুরশীদ আলম খান বলেন, গাজীপুরের স্থানীয় বাসিন্দা এ রিট দায়ের করেছেন। রিটের অনুলিপি আজ হাতে পেয়েছন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ রিটে সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। মেয়র জাহাঙ্গীরের দুর্নীতি নিয়ে সম্প্রতি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন রিট আবেদনে সংযুক্ত করা হয়েছে। ২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহিদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রপদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে সম্প্রতি তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষমা করা হয়েছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন জাহাঙ্গীরের | বিরুদ্ধে | দুর্নীতির | অনুসন্ধান | ৬ | মাসের | মধ্যে | শেষ | করতে | নির্দেশ