আর্কাইভ থেকে ক্রিকেট

বাংলাদেশের নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

বাংলাদেশের নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচেই পরাজয় বরণ করেছে টাইগ্রেসরা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের থেকেও আলোচনায় নারী ক্রিকেটারকে দেয়া স্পট ফিক্সিংয়ের প্রস্তাব। বিশ্বকাপ খেলতে যাওয়া জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার। দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাদেশি দুই ক্রিকেটারের মধ্যে কথোপকথনের একটি রেকর্ড প্রকাশ করেছে। সেই চ্যানেল রিপোর্টে জানিয়েছে, ফোন করে লতা মন্ডলকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিচ্ছেন দলের বাইরে থাকা সোহেলী আক্তার। ভাইরাল হওয়া কথোপকথন থেকে জানা যায়, লতাকে বলা হয় খারাপ খেলার জন্য লাখ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে তিনি যদি হিট আউট হন তাহলে পাবেন ২০ লাখ টাকা। আর যদি স্টাম্পিং হয়ে ফিরে যান তাহলে তাকে দেওয়া হবে ৫ লাখ টাকা। যদিও লতা মন্ডল সেই প্রস্তাবে রাজী হননি।  তিনি এই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে না করে দেন এবং এ ঘটনা জানিয়ে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বিসিবিও দ্রুত আইসিসির দুর্নীতিদমন শাখাকে বিষয়টি জানিয়ে দেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশের | নারী | ক্রিকেটারকে | ফিক্সিংয়ের | প্রস্তাব