আর্কাইভ থেকে খেলাধুলা

বিপিএল ফাইনাল : টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা

বিপিএল ফাইনাল : টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল কুমিল্লা
শিরোপার এই লড়াইয়ে অবশেষে সামনে সেই মাহেন্দ্রক্ষণ। বিপিএলের বহুল আকাঙ্খিত ফাইনালে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর সিলেট স্ট্রাইকার্স। টস জিতেছে কুমিল্লা। কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সিলেট প্রথমে ব্যাটিং করবে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে মাঠের লড়াই। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে নাগরিক টিভির পর্দায়। প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে সিলেট। প্রতিপক্ষ তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা। মাশরাফির সিলেট কি প্রথমবারেই ট্রফি নিয়ে ঘরে ফিরবে নাকি ইমরুল কায়েসের কুমিল্লা জিতবে চতুর্থ ট্রফি? কুমিল্লা একাদশ : লিটন দাস, সুনিল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মঈন আলি, জাকের আলি, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মুকিদুল ইসলাম মুগ্ধ। সিলেট একাদশ : তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড ও রুবেল হোসেন। সিলেট বনাম কুমিল্লার স্কোর:  ৫২-২ ওভার- ৭.০ নসিরি হোসেন শান্ত-৩৭(২৯)- মুশফিকুর রহিম ৮(৯)        

এ সম্পর্কিত আরও পড়ুন বিপিএল | ফাইনাল | | টস | জিতে | সিলেটকে | ব্যাটিংয়ে | পাঠাল | কুমিল্লা