আর্কাইভ থেকে দেশজুড়ে

জনগণের ভালোবাসা পেতে অবহেলা নয়, মূল্যায়ন করতে হবে : রাষ্ট্রপতি

জনগণের ভালোবাসা পেতে অবহেলা নয়, মূল্যায়ন করতে হবে : রাষ্ট্রপতি
জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান। জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে। বললেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে  উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ব্যক্তি স্বার্থে নয়, আমি সারাজীবন কাজ করেছি হাওর এলাকার উন্নয়নে। জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে। প্রসঙ্গত, এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ মিঠামইনে তার নামে নির্মাণাধীন আবদুল হামিদ ফাউন্ডেশন, মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। মতবিনিময় সভা শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ নিজ বাড়ি মিঠামইনের কামালপুরে ফিরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি বিকেল পৌনে ৩টায় মিঠামইনের বাসভবনে গার্ড অব অনার গ্রহণ করবেন। বিকেল ৩টায় বাসভবন থেকে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি। পরে বিকেল ৩টা ১০ মিনিটে হেলিপ্যাড থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৩টা ৫০ মিনিটে তেজগাঁও হেলিপ্যাডে পৌঁছার পর সেখান থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪টা ১০ মিনিটে বঙ্গভবনে পৌঁছার কথা রয়েছে রাষ্ট্রপতির।   এএম

এ সম্পর্কিত আরও পড়ুন জনগণের | ভালোবাসা | পেতে | অবহেলা | মূল্যায়ন | করতে | হবে | | রাষ্ট্রপতি