আর্কাইভ থেকে বাংলাদেশ

বিভিন্ন উৎসবে পণ্যে দাম কমানোর সংস্কৃতি চালু রাখা উচিত : তথ্যমন্ত্রী

বিভিন্ন উৎসবে পণ্যে দাম কমানোর সংস্কৃতি চালু রাখা উচিত : তথ্যমন্ত্রী
পৃথিবীর সব দেশে দেখতে পাই যখন পূজা-পার্বণ, উৎসব হয় তখন পণ্যের দাম কমে। আমাদের দেশে যখন উৎসব হয় তখন পণ্যের দাম বাড়ে। যখন আমাদের কোনো উৎসব হবে, সেটি ঈদ-রোজা-পূজা যেটিই হোক তখন পণ্যের দাম কমানোর মানসিকতা ব্যবসায়ীরা মধ্যে রাখা উচিত। যারা পণ্যের দাম কমাবে তাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে উৎসাহ দেওয়া হবে। প্রয়োজনে পুরস্কৃত করা যেতে পারে। তাহলে আমাদের দেশে সে সংস্কৃতিটা চালু হবে। বললেন তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩০তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যারা মজুত করবে তাদের বিরুদ্ধে যেন ব্যবসায়ী সংগঠনগুলো ব্যবস্থা গ্রহণ করে। এফবিসিসিআই ও বণিক সমিতি যেন ব্যবসায়ীদের ডেকে বলে, যারা পণ্যের দাম কমাবে তাদের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে উৎসাহ দেওয়া হবে। প্রয়োজনে পুরস্কৃত করা যেতে পারে। তাহলে আমাদের দেশে সে সংস্কৃতিটা চালু হবে। তিনি বলেন, গত ১৪ বছর ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করেছে এবং সব ব্যবসায়ীর সমৃদ্ধি হয়েছে। দেশে ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি আসছে। সেটি অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা অব্যাহতভাবে যদি দেশ পরিচালনা করতে পারেন, তাহলে দেশকে আমরা স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারব। অন্যথায় আমরা পারব না। ড. হাছান মাহমুদ বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে যখন সারাদেশে মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হচ্ছিল, তখন চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরগি, গরু-ছাগলের ওপর একই বোমা নিক্ষেপ করা হয়। এটার কারণ হচ্ছে, ঢাকা-চট্টগ্রাম রুট হচ্ছে বাংলাদেশের ইকোনমিক লাইফলাইন, সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য। তখন আমাদের সরকার সমস্ত প্রোটেকশন দিয়ে রপ্তানিসহ সবকিছু চালু রেখেছিল। তারা যদি আবার সুযোগ পায় দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তিনি আরও বলেন, আজকে দেশ সমৃদ্ধ হচ্ছে, এগিয়ে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে, ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি আসছে। বাংলাদেশের ব্যবসায়ীরা এখন বিদেশে বিনিয়োগ করছে। এটি শেখ হাসিনা না হলে হত না। এখানে যদি আবার অন্য সরকার আসে এগুলো সব বন্ধ হয়ে যাবে।   এএম

এ সম্পর্কিত আরও পড়ুন বিভিন্ন | উৎসবে | পণ্যে | দাম | কমানোর | সংস্কৃতি | চালু | রাখা | উচিত | | তথ্যমন্ত্রী