আর্কাইভ থেকে বাংলাদেশ

কুড়িগ্রামে শিব চতুদর্শী ব্রত পালনে ভক্তের ঢল

কুড়িগ্রামে শিব চতুদর্শী ব্রত পালনে ভক্তের ঢল
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মালম্বীদের শিব চতুদর্শী ব্রত পালনে হাজারও ভক্তের ঢলে মুখরিত ছিল নাওডাঙ্গা জমিবাড়ীর শিব মন্দিরটি। প্রতি বছর ব্রত পালনে ঐতিহ্যবাহী নাওডাঙ্গা জমিদারবাড়ীর প্রাঙ্গনে স্থানীয় সনাতন ধর্মালম্বীদের মানুষজন শিব চতুদর্শী ব্রত পালনে শিব মন্দিরে পূজা অর্চনাসহ নানা কর্মসুচীর আয়োজন করে। সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শিব চর্তুদর্শী তিথি ও মহা শিবরাত্রীকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মানুষজন কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি পারিবারিক মন্দির গুলোতে চলছে বিশেষ পূজা-অর্চনা। সন্ধ্যা নামতেই প্রতিটি মন্দিরে ভীড় করছেন ভক্ত ও পূজারীরা। মন্দির কমিটিসহ আগত ভক্তরা জানান, বাংলা বর্ষপঞ্জির ফাল্গুন মাসের চর্তুদশী তিথিকে শিব চর্তুদশী বা মহা শিবরাত্রী বলা হয়। সেই অনুযায়ী শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধা ৬ টা ৪০ মিনিটে শিব চতুদর্শী ব্রত আনুষ্ঠানিক ভাবে শুরু করেন পুরোহিত। পূজা অর্চনা শুরু পর থেকে দিনব্যাপী নাওডাঙ্গা জমিদার বাড়ীর শিব মন্দিরে শিব চতুদর্শী ব্রত উপলক্ষে শতশত নারী-পুরুষ ও কুমারী মেয়ের ঢলে মুখরিত জমিদারবাড়ীর মন্দির প্রাঙ্গণ। দুর-দুরান্তর থেকে আসা কুমারী মেয়ে ও শতশত নারী ভক্তরা হাতে হাতে  দুধ, কলা, আপেল, চিনি, আগরবাতি শিব (বার্নের পূজা) করার জন্য মন্দিরের সামনে ভির করছে। শনিবার বিকাল থেকে রাত ১২ টা পর্যন্ত দুর-দুরান্ত থেকে ভক্তরা শিবের চরণে প্রার্থনা করতে ছুটে আসে। মনের আশা পুরণ ও সংসারে শান্তির লক্ষ্যে ভক্তরা শিবের চরণে বিশেষ প্রার্থনা করেন। পূজা অর্চনা শেষে রাত ব্যাপী ভজন সঙ্গীতের আয়োজন করেন আয়োজক কমিটি। অন্য এবছর গুলোতে একদিন ব্যাপী শিব চতুর্দশীর তিথি থাকলেও এবছর দুই দিন ব্যাপী ব্রত থাকায় রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪ টা পর্যন্ত শিব চতুর্দশী ব্রত পালনের সমাপ্তী ঘটবে। উত্তরের জেলা কুড়িগামের ফুলবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দুরে নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ঐতিহ্যবাহী জমিদারবাড়ীর প্রাঙ্গণে অতি প্রাচীনতম একটি শিব মন্দির। অবিভক্ত ভারত বর্ষে অনেক আগে নাওডাঙ্গা পরগনার জমিদার বাহাদুর শ্রীযুক্ত বাবু প্রমদা রঞ্জন বক্সী এটি নির্মাণ করেন। আট দেয়াল বিশিষ্ট এই মন্দিরের উচ্চতা ৩০ ফুট ব্যাস ২০ ফুট এবং মন্দিরের ভেতরের ব্যাস ১২ ফুট। জমিদার আমলে শিব মন্দিরে পূজা হতো খুবেই জাকজমকপূর্ণ ভাবে। নাওডাঙ্গা শিব মন্দিরের উদযাপন কমিটির সভাপতি নরেশ চন্দ্র বর্মন জানান, নাওডাঙ্গার ঐতিহ্যবাহী শিব মন্দিরটিতে আমরা প্রতি বছর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মিলে পূজা অর্চনা করে আসছি। অন্যান্য বছরের মতো এবারও শান্তিপূর্ণ ভাবে শিব চতুদশী ব্রত পালনে শতশত নারী ও কুমারী মেয়েরা শিবের মস্তকে ফুল,দুধ ঢেলে পরিবারে সূখ-শান্তিসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। রবিবার বিকাল ৪ টায় শিব চতুদশী ব্রত পালনের সমাপ্তী ঘটবে।

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রামে | শিব | চতুদর্শী | ব্রত | পালনে | ভক্তের | ঢল