আর্কাইভ থেকে এশিয়া

অতিবৃষ্টিতে বন্যায় ভাসছে এশিয়ার বিভিন্ন দেশ

অতিবৃষ্টিতে বন্যায় ভাসছে এশিয়ার বিভিন্ন দেশ

ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে বিশ্বের কয়েকটি দেশে। বন্যার কবলে পড়েছে ভারত, চীন, জাপানের মতো এশিয়া দেশগুলো।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ভারতের উত্তরপ্রদেশের ২১টি জেলায় ভারি বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩শ’ ৫৭টি গ্রাম। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অনেক বাসিন্দাকে। ভেসে গেছে অনেক বাড়িঘর। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অন্তত ১শ’ গ্রাম।

সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় নাজেহাল চীনও। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা চায়না নিউজ সার্ভিস জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে বন্যার কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছে ৮০ হাজারের বেশি মানুষ। ছয়টি শহরে ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে চার লাখের বেশি বাসিন্দা। ভেসে গেছে দেড়শো ঘরবাড়ি। বেশিরভাগ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। স্থানীয় দাঝৌ শহরের একটি জলাধারের পানি বন্যাসীমার অন্তত ২ দশমিক ২ মিটার ওপর অবস্থান করছে।

গেল মাসে চীনের হেনান প্রদেশে বন্যায় মারা গেছে ৩শ’র বেশি মানুষ।

এদিকে, ঘূর্ণিঝড় লুপিটের কারণে তিন লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপান। ৬০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন অতিবৃষ্টিতে | বন্যায় | ভাসছে | এশিয়ার | বিভিন্ন | দেশ