আর্কাইভ থেকে ফুটবল

১০ নয়, ৩০ নম্বরে পিএসজি মাতাবেন মেসি

১০ নয়, ৩০ নম্বরে পিএসজি মাতাবেন মেসি

বার্সেলোনাতে ১০ নাম্বার জার্সি গায়ে ফুটবল বিশ্ব শাসন করেছেন লিওনেল মেসি। সেই সম্পর্কে ইতি টেনে পাড়ি জমালেন পিএসজিতে। যেখানে নাম্বার টেন জার্সিটার মালিক নেইমার। নতুন ক্লাবে তাহলে কত নাম্বার জার্সি গায়ে চাপাবেন এলএমটেন খ্যাত এই সুপারস্টার?
 
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, মেসিকে ৩০ নম্বর জার্সি পরার প্রস্তাব দিয়েছে পিএসজি। যে নম্বর পরে বার্সেলোনায় মেসি তার ক্যারিয়ার শুরু করেছিলেন। ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে ৩০ নম্বর জার্সি পরেই বার্সার হয়ে খেলতেন মেসি, তখন ১০ নম্বর জার্সি পরে ক্যাম্প ন্যু মাতাতেন ব্রাজিল তারকা রোনালদিনিও। ব্রাজিলিয়ান কিংবদন্তি পর জার্সি উঠেছে মেসির গায়ে। সেই জার্সিতেই পার করেছেন স্বর্ণযুগ, ক্লাবকে এনে দিয়েছেন একের পর এক শিরোপা। 

তবে আপাতত পিএসজির নাম্বার টেন জার্সিটা নেইমারের গায়ে থাকায় মেসিকে গায়ে জড়াতে হচ্ছে অন্য কোন নাম্বার। যে জার্সি পরে বার্সার ক্যারিয়ার শুরু হয়েছিল, সেই একই নম্বরে পিএসজির ক্যারিয়ারও শুরু হোক, এটাই পিএসজি চাইছে বলে জানিয়েছে মার্কা।

এদিকে মেসির ফেলে যাওয়া বার্সেলোনার দশ নাম্বার জার্সিটার কি হবে? লা লিগার নিয়ম মোতাবেক, ক্লাবের কোনো জার্সি পুরোপুরি তুলে রাখা যাবে না। যেমনটা দেখা যায় এনবিএ অথবা সিরি আ'তে। এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিও জিয়ানফ্রাংকো জোলার স্মরণে নিজেদের ২৫ নম্বর জার্সিটি তুলে রেখেছে। তবে স্প্যানিশ লিগের নিয়ম মানতে হয়তো দশ নাম্বার জার্সিটা নতুন কাউকে দিতে বাধ্য হবে কাতালান ক্লাবটি।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ১০ | ৩০ | নম্বরে | পিএসজি | মাতাবেন | মেসি