আর্কাইভ থেকে দেশজুড়ে

রোহিঙ্গা শিবিরে সাত দিনের টিকাদান কর্মসূচি চলছে

রোহিঙ্গা শিবিরে সাত দিনের টিকাদান কর্মসূচি চলছে

সারাদেশে চলমান গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে সাত দিনের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।  

প্রথম দিনে টিকা দেয়া হয়েছে চার হাজার একশ’ ৩৬ জনকে। গেল সোমবার রোহিঙ্গা শিবিরে, এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার, সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা। 

কক্সবাজার শরনার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার কাযালয়ের অতিরিক্ত কমিশনার, শামসুদ দৌজা নয়ন জানান, দ্বিতীয় দিনে, টিকা দেয়া হবে ৫৬টি কেন্দ্রে। প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে দেয়া হচ্ছে এ টিকা। সেইসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম ও টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের টিকা দেয়া হচ্ছে। 

রোহিঙ্গা শিবিরের এ টিকাদান কার্যক্রমে কাজ করছে ১৮৬টি প্রশিক্ষণপ্রাপ্ত দল।

এ সম্পর্কিত আরও পড়ুন রোহিঙ্গা | শিবিরে | সাত | দিনের | টিকাদান | কর্মসূচি | চলছে