বাংলাদেশ

সাবেক সাংসদ জর্জের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে অটো রিকশাচালক মো. রনি হত্যা মামলায় গ্রেপ্তার হন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক এই সাংসদ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে সেলিম আলতাফ জর্জের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

রাজধানীর লালমাটিয়া থেকে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে জর্জকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মামলা থেকে জানা যায়, আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই দুপুর একটার দিকে মোহাম্মদপুর থানার নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হন রনি। এরপর তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রনির মা মোহাম্মদপুর থানায় এই মামলা করেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন সেলিম আলতাফ জর্জ | রিমান্ড