ঢাকার নবাবগঞ্জে সাপের কামড়ে সাদিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সাদিয়া স্থানীয় মো. মাহবুবের মেয়ে।
বুধবার সকালে উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সকাল সোয়া ৮ টার দিকে খেলতে খেলতে সাদিয়া বাড়িতে থাকা মুরগীর খামারের পিছনে চলে যায়। সেখান থেকে এসে সে জানায় পা কেটে গেছে। একটু পরই সে অসুস্থ হয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন কাটা দেখে নিশ্চিত হন সাদিয়াকে সাপে কামড় দিয়েছে। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুনিয়া