ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে মারা গেছে অন্তত ১১ জন। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ৩০ জন।
ভারতের স্থানীয় প্রশাসন জানায়, বুধবার দুপুরে কিন্নোর এলাকায় ভূমিধসের ঘটনাটি ঘটে। এ ঘটনায় একটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক এবং কয়েকটি গাড়ি খাদে গড়িয়ে পড়ে যায়। এ সময় চাপা পড়ে ধ্বংসস্তুপের নিচে। বাসটি সিমলার উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রীবাহী বাসটিতে কমপক্ষে ৪০ জন আরোহী ছিলো।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় উদ্ধার অভিযান এখনো চলছে। এতে অংশ নিয়েছে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের ২শ’ সদস্যের একটি দল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। বাসের গুরুতর আহত ১০ আরোহীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এসএন