আর্কাইভ থেকে দেশজুড়ে

বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বাঁশঝাঁড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আসিফ (২১)।

বুধবার উপজেলার সালন্দর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আসিফ ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে স্থানীয় মহিলা ইউপি সদস্যের ছেলে আল আমিন সাগরের সঙ্গে আসিফের ঝগড়া হয়। মঙ্গলবার দুপুরে আসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যায় সাগর, পরে আর বাসায় ফিরে আসেনি আসিফ। আজ বুধবার সকালে বাঁশঝাঁড়ে তার লাশ পাওয়া যায়। পরিবারের দাবি পরিকল্পিতভাবেই আসিফকে হত্যা করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন বাঁশঝাড় | যুবকের | ঝুলন্ত | মরদেহ | উদ্ধার