আর্কাইভ থেকে জাতীয়

দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ১৯৮ রোগী হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ১৯৮ রোগী হাসপাতালে ভর্তি

প্রতিদিন হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ২৪ ঘণ্টায় আরও ১৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ও ঢাকার বাইরে ৯ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬০ জন ও ঢাকার বাইরে ৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৬ হাজার ১০০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ২৬ জন রোগী।

এদিকে ডেঙ্গু আ্রক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়েছে কিনা সে বিষযে এখনও আইইডিসিআর পর‌্যলোচনা কমিটি নিশ্চিত করেনি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | ডেঙ্গু | আক্রান্ত | আরও | ১৯৮ | রোগী | হাসপাতালে | ভর্তি