আর্কাইভ থেকে জাতীয়

পাবজি, ফ্রি ফায়ার মত ক্ষতিকর অ্যাপস বন্ধের নির্দেশ

পাবজি, ফ্রি ফায়ার মত ক্ষতিকর অ্যাপস বন্ধের নির্দেশ
অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারের মত ক্ষতিকর অ্যাপস অপসারণ এবং লিংক অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে টিকটক, লাইকি, পাপজিসহ অনলাইন গেইম এবং ভিডিও স্ট্রিমিং অ্যাপও বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়েছে উচ্চ আদালত। সোমবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। সম্প্রতি পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমে দেশের যুব সমাজ এবং শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। একারনে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে। এসব গেম যুব সমাজকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যত প্রজন্ম মেধাহীন হয়ে পড়তে পারে। এমন বিভিন্ন যুক্তিতে গেল ২৪ জুন হাইকোর্টে গেম এবং অ্যাপসগুলোর ক্ষতিকারক দিক তুলে ধরে এসব বন্ধ করতে রিট করেন দুজন আইনজীবী। সেই রীটের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন  রিটকারী আইনজীবী। ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব জানিয়েছেন, এসব ক্ষতিকর অ্যাপস ও গেমের মাধ্যমে যারা আর্থিকভাবে লাভবান হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন আদালত। এর আগে দেশে পাবজি গেম সাময়িকভাবে বন্ধ করা হয়েছিলো। পরে আবার চালু করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন পাবজি | ফ্রি | ফায়ার | মত | ক্ষতিকর | অ্যাপস | বন্ধের | নির্দেশ