আফগানিস্তানের ক্ষমতা এখন তালেবানদের দখলে। আর এ নিয়ে পুরো বিশ্বে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। ব্যাপারটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতও।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একাধিক স্টোরিতে তালেবান শাসন নিয়ে নিজের বক্তব্য শেয়ার করেছেন কঙ্গনা।
আফগানিস্তানের সাধারণ মানুষের বিমানবন্দর ছাড়ার একটি ভিডিও পোস্ট করেছেন কঙ্গনা। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘এটি দেখুন এবং মনে রাখবেন, পাকিস্তান তালেবানদের মদদ দিচ্ছে এবং তাদের অস্ত্র দিয়ে সাহায্য করছে আমেরিকা। তালেবানরা এখন আপনার কাছাকাছি। যদি মোদি সরকার না থাকে তাহলে আপনার ভবিষ্যৎও এমন হবে।’
অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আফগানিস্তানে গণতন্ত্র সরিয়ে শরিয়া শাসন প্রতিষ্ঠা হওয়ায় ইনস্টাগ্রামে কোনো ক্ষোভ দেখতে পাচ্ছি না। সত্যি বলতে বাংলার কিছু স্থানেও শরিয়া শাসন চলে। আমার ইনস্টাগ্রামে থাকা অবুঝ মানুষদের বলছি, শরিয়া শাসনে যদি কোনো নারী বোরকা না পরে তাহলে তাকে পেটানো হয় এবং মনে করা হয় তিনি কোনো ফ্যাশন ইনফ্লুয়েন্সার অথবা ব্লগারের মাধ্যমে প্রভাবিত।’
তিনি আরও লিখেছেন, ‘সমকামিতার জন্য শাস্তি দেয়া হয়, জনসম্মুখে পাথর নিক্ষেপ করে হত্যা, ফাঁসি অথবা শিরশ্ছেদ করা হয়। এটি নির্ভর করে স্বৈরশাসকের ইচ্ছার ওপর। শিল্প, সংস্কৃতি, সিনেমা, সঙ্গীত সব নিষিদ্ধ এবং এর সঙ্গে জড়িত থাকলে কারাগারে যেতে হয়, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে।’
বলিউডের ব্যস্ততম নায়িকাদের একজন কঙ্গনা। তার আসন্ন সিনেমার তালিকা নেহায়েত ছোট নয়। সামনে থালাইভি, ধাকড়, তেজাস ও মণিকর্ণিকা রিটার্ন : দ্য লিজেন্ড অব ডিড্ডা সিনেমায় দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে।
এস