যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যুক্ত হতে যাচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ও বায়োটেক বিনিয়োগকারী বিবেক রামাস্বামী। তারা ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ (ডোজ) বিভাগের নেতৃত্ব দিবেন বলে ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন।
বুধাবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ট্রাম্প জানান, মাস্ক ও রামাস্বামী হোয়াইট হাউজে বহিরাগত পরামর্শক হিসেবে কাজ করবেন। তাদের লক্ষ্য হবে প্রশাসনের কাঠামোগত সংস্কার, অব্যবস্থাপনা ও অপচয় দূর করা এবং ফেডারেল এজেন্সিগুলোর বাজেট কাটছাঁট করে কার্যকারিতা বাড়ানো।
ট্রাম্প বলেছেন, এই প্রকল্পটি আমেরিকার ইতিহাসের বিখ্যাত ম্যানহাটন প্রজেক্টের মতোই গুরুত্বপূর্ণ। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল। তিনি আশা করছেন, ২০২৬ সালের ৪ জুলাই অর্থাৎ আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে এই প্রকল্পের কাজ শেষ হবে।
ট্রাম্প বলেন, ‘একটি ছোট এবং কার্যকরী সরকার স্বাধীনতা দিবসে আমেরিকার জন্য উপযুক্ত উপহার হবে’।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক বলেন, এই উদ্যোগ আমেরিকার প্রশাসনিক ব্যবস্থায় তীব্র প্রভাব ফেলবে এবং সরকারি অপচয় নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। ট্রাম্পের ঘোষণার পর মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন, ‘গণতন্ত্রের জন্য হুমকি নয়, বরং অপচয়ের বিরুদ্ধে হুমকি’।
জেডএস/