বিভিন্ন মহল থেকে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠনক ইসকন নিষিদ্ধের দাবি উঠলেও এ বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ জড়িয়ে ফেলছি না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, সবকিছু আলোচনার মাধ্যমেই সমাধান হচ্ছে। যে কোনো বিষয়েই রাস্তায় নামার প্রয়োজন নেই। ছোট ছোট বিষয় নিয়ে বিরোধে না জড়াতে আহ্বান জানান এ উপদেষ্টা
তিনি বলেন, সমন্বয়কদের ওপর হামলার বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, তাদের বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকের স্বার্থে লাগবে। তাদের নিরাপত্তা বিষয়টি কেবিনেটে আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, সারা দেশের কোর্টের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। সবাইকে সংযত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। হয়ত আপনার দাবি যৌক্তিক, কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি, ধ্বংসাত্মক হয়ে যায় সেই ক্ষেত্রে ন্যায্য দাবিও পূরণ করতে পারবেন না।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার।
এদিকে গতকাল এবং আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকে সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করার কথা বলেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। কোনও ধরনের কমিউনিকেশন গ্যাপ যাতে না থাকে সেজন্য তারা এই পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচনী কার্যক্রম চলমান রয়েছে। সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে সংস্কারের পরই নির্বাচন দেয়া। তবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত আসবে।
আই/এ