পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনছে সরকার। এতে সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া ব্যাংকের সুবিধাভোগীদের জন্য ৯০ শতাংশ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানান তিনি।
উপদেষ্টা বলেন, অর্থনৈতিক অপরাধ তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজ গুলো হয়েছে, এখন অর্থনৈতিক অপরাধে যারা জড়িত ছিলো, তাদের ব্যাপারে তদন্ত শুরু করার জন্য সরকার আলাদা একটা কমিটি গঠন করছে।
তিনি বলেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশে অনুমোদন দেয়া হয়েছে। বিগত সরকারের আমলে একটা শিল্পগোষ্ঠী কীভাবে কয়েকটা ব্যাংকে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, কত টাকা এ দেশ থেকে সরিয়ে নিয়েছে সেগুলো বের হয়ে আসছে। এই জিনিসটা ভবিষ্যতে যাতে না হতে পারে, সেই জন্য করপোরেট সেক্টরে, ব্যাংক সেক্টরের শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহির জন্য আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আজকে অনুমোদন দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়েছে। এটি কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা সুপারিশ ছিল। সেই পরিপ্রেক্ষিতে এই অধ্যাদেশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন— রাজস্ব সংগ্রহ এবং রাজস্ব সংক্রান্ত নীতি করার জন্য দুটি আলাদা কর্তৃপক্ষ হবে। সেই মোতাবেক রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে সরকার দুটি কাজকে আলাদা করেছে।
আই/এ