চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে হিরো আলমের উত্থান নিঃসন্দেহে আলোচনার বিষয় । বগুড়ার এক সাধারণ ডিশ ব্যবসায়ী থেকে কনটেন্ট ক্রিয়েটর হয়ে আজ সবার পরিচিত মুখ তিনি । তবে এখন তার ব্যক্তিগত জীবন নতুন এক ঝড়ের মুখে।
গেলো বুধবার (১৬ এপ্রিল) দ্বিতীয় স্ত্রী রিয়ামনিকে আমি বয়কট করছি । তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না । ঢাকা যাওয়ার পরই আমরা সেপারেট হয়ে যাবো বলে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে জানান হিরো আলম।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে সম্পর্কের নতুন অভিযোগের বিষয়গুলোও নিয়ে কথা বলেন হিরো আলম । অভিযোগ তুলে বলেন , যতবার আমাদের মধ্যে ঝগড়া হয়েছে , সে তখন অন্য ছেলের সঙ্গে গান গায় , মদ খায়, বারে গিয়ে সময় কাটায় । সে বলেন , স্ত্রী হিসেবে তার প্রতি কোনো দায়িত্ব পালন করেননি রিয়ামনি । বিশেষ করে তার পালক বাবার শেষ সময়ে।
হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাকের মৃত্যুতে রিয়ামনিকে পাশে না পাওয়ার একটি বড় কারণ রয়েছে এই সম্পর্কের অবনতির পেছনে । ২০১৭ সালে হিরো আলমের প্রকৃত বাবা মারা যান । তারপর থেকেই আবদুর রাজ্জাক তাকে নিজের সন্তান হিসেবে লালনপালন করেন । গেলো ১৬ এপ্রিল হিরো আলম তার পালক বাবাকে হারান ।
হিরো আলম ফেসবুকে আরও লিখেন , আমার বাবা যখন হসপিটালে শয্যাশায়ী , রিয়ামনি তখন বিভিন্ন ছেলেদের নিয়ে নাচগান করে বেড়াচ্ছিল । অথচ সে আমার বাবাকে দেখতে আসেনি । আমার বাবা বেঁচে থাকতে যে দেখতে আসলো না , আমি মরে গেলে সে তাহলে কি করবে?
হিরো আলম আরও অভিযোগ করেন , রিয়ামনি মায়ামনি ঢাকার বিভিন্ন বারে ডান্সার হিসেবে কাজ করত । আমি তাকে সেই জীবন ছেড়ে ভালো পথে আনার চেষ্টা করেছিলাম । কিন্তু সে চাইলেই কি তাকে বদলানো সম্ভব ? আমি তাকে শোধরানোর অনেক চেষ্টা করেছি । কিন্তু সে কোনো কিছুই বোঝেনি।
আলমের ভাষ্যমতে , রিয়ামনি তার জীবন থেকে একেবার বেরিয়ে গিয়ে যে অন্য পথ বেছে নিয়েছে , সেটি তিনি আর সহ্য করতে পারছেন না।
এদিকে হিরো আলমের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানাতে রিয়ামনি গণমাধ্যমে বলেন , হিরো আলম মানসিকভাবে ঠিক নেই, কারণ তার বাবা মারা গেছেন । এই বিষয়ে আমার বলার কিছু নেই। তার মতে , এই মুহূর্তে হিরো আলম মানসিকভাবে ভেঙে পড়েছেন তাই সে এমন কথাবার্তা বলছেন।
হিরো আলমের জীবনে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা কম ছিল না । প্রথম স্ত্রী মডেল নুসরাত জাহানকে ডিভোর্স দেওয়ার পর তিনি রিয়ামনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন । একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় , যার পরিণতি হিসেবে তারা বিয়ে করেন । তবে এখন সেই সম্পর্কই ঝুঁকির মধ্যে পড়েছে , যেখানে হিরো আলম তার স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।
বর্তমানে হিরো আলম এবং রিয়ামনির সম্পর্কের ভবিষ্যত অনেকটাই অনিশ্চিত । একদিকে হিরো আলম তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন , তারা শীঘ্রই একে অপরের কাছ থেকে দূরে চলে যাবেন । অন্যদিকে , রিয়ামনি জানিয়েছেন, তিনি এই পরিস্থিতিতে কিছু বলবেন না , কারণ তার স্বামীর মানসিক অবস্থা বর্তমানে ভালো নয়।
এসকে//