আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল হবে না, বার্তা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল করবে না জানিয়ে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির প্রেক্ষিতে বুধবার (১৬ এপ্রিল) এমন মনোভাব জানানো হলো।

আগামী শনিবার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা হবে।

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, চুক্তি করতে চাইলে তেহরানকে অবশ্যই পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি ‘বাতিল’ করতে হবে।

বুধবার (১৬ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে সম্ভাব্য উদ্বেগের বিষয়ে তারা আস্থা তৈরী করতে চান। তবে সমৃদ্ধকরণের নীতি আপসযোগ্য নয়।’

এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলের হামলা ঠেকিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আসছে মে মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করতে চেয়েছিল ইসরাইল। হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা অন্তত এক বছর পেছিয়ে দেওয়া।

তবে এই অভিযানে সফলতা নিশ্চিত করতে এবং ইরানের পাল্টা হামলা মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সহায়তার প্রয়োজন ছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের ওই পরিকল্পনায় অনুমোদন দেন নি।  

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন পরমাণু | ইসরাইল | ইরান | যুক্তরাষ্ট্র