জাতীয়

ইইউর নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হচ্ছে রাজনৈতিক আশ্রয়

অভিবাসীদের জন্য ‘নিরাপদ’ মনে করা হচ্ছে এমন ৭টি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ তালিকায় রয়েছে বাংলাদেশ। এসব দেশের নাগরিকদের ইইউতে আশ্রয় লাভ কঠিন করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে এ তালিকা প্রকাশ করেছে ইইউ।

তালিকায় থাকা অন্য দেশগুলো হলো কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়া।

ইইউ’র অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, 'বিভিন্ন সদস্য দেশে আশ্রয় আবেদন প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।'

তিনি বলেন, এই পদক্ষেপ ইউরোপের অভ্যন্তরে অবৈধ অভিবাসন প্রবাহ কমানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এই সিদ্ধান্তকে ইতালির সরকারের বড় সাফল্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই পদক্ষেপ ইউরোপের অভ্যন্তরে অবৈধ অভিবাসন প্রবাহ কমানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে এই ধরনের তালিকা উত্থাপন করেছিল ইউরোপীয়  কমিশন। তবে সদস্য প্রার্থী দেশকে এই তালিকায় রাখা হবে কিনা তা নিয়ে তীব্র বিতর্কের পর ওই পরিকল্পনা বাদ দেয়া হয়।

ইউরোপ ইউনিয়নের নতুন তালিকা ঘোষণার ফলে ইউরোপে রাজনৈতিক আশ্রয়ের প্রত্যাশায় থাকা বাংলাদেশি ও অন্যান্য তালিকাভুক্ত দেশের নাগরিকদের জন্য নতুন জটিলতার সৃষ্টি হয়েছে।  

আশ্রয়ের আবেদন করলে এখন তাদের প্রমাণ করতে হবে যে তারা সত্যিকার অর্থেই নির্যাতনের মুখে পড়ে দেশ ছেড়েছেন—যা আগের তুলনায় অনেক বেশি কঠিন ও জটিল হবে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ইইউ | অভিভাসী