রাজশাহী নগরীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গরীব তালাইমারি শহীদ মিনার এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা।
নিহত ব্যক্তি আকরাম হোসেন (৪৫) পেশায় বাসচালক। তিনি তালাইমারি এলাকার আজাদ হোসেনের ছেলে এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে উত্ত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করেন বাবা আকরাম। এর পরিপ্রেক্ষিতে উত্ত্যক্তকারীরা আকরামের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন। এরপর বুধবার রাতে আকরামকে ইট দিয়ে আঘাত করে আহত করেন উত্ত্যক্তকারীরা।
আহত আকরামকে এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের পরিবারের সদস্যরা দাবি করেন এলাকার নান্টু, বিশাল এবং রতনসহ বেশ কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত।
এ বিষয়ে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক হাসান জানান, তালাইমারি শহীদ মিনারের পাশে কিছু বখাটের হামলায় আকরাম হোসেন গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
এসি//