সরকারপ্রধান থেকে স্পষ্ট করা হয়েছে যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। এখন এটুকুই আমাদের কর্ম প্রাধিকারের মধ্যে আছে বলে জানিয়েছেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নির্বাচন বিষয়ক এনসিপির দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, 'এনসিপি রাজনৈতিক অবস্থান থেকে তাদের রাজনীতি করে। তাদের দাবি তারা কীভাবে আদায় করবে সেটা তাদের ব্যাপার। এটার সঙ্গে সরকারের নির্বাচনের ঘোষণার কোনো ব্যত্যয় ঘটার কোনো কারণ আমি দেখি না।'
তিনি বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন দেওয়ানি কার্যবিধি বা সিভিল প্রসিডিউর কোডে (সিপিসি) কিছু কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছিলো। তারই আলোকে ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসিতে কিছু পরিবর্তন আনার জন্য নীতিগত অনুমোদন হয়েছে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে একটি কথা আছে, কারও সঙ্গে শত্রুতা করলে ভূমির মামলা দিয়ে দাও। তাহলে তিন প্রজন্মেও সেই মামলা আর শেষ হবে না। তাই সেই তিন প্রজন্ম যেন না লাগে, এক প্রজন্মেই যেন শেষ করা যায় সে জন্য সিপিসির কিছু সংশোধনী আনার অনুমোদন দেওয়া হয়েছে। যাতে করে বিচারের সময় কম লাগে, টাকা কম লাগে।’
আই/এ