সিরিজের শেষ ম্যাচটি জিতে সিরিজ জয় নিশ্চিত করলো পাকিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল আজ, বৃহস্পতিবার। সেখানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সিদ্ধান্ত যে ভুল হয়নি, তা ব্যাটিংয়ে প্রমাণ দিয়েছে দলটি।
কামরান গুলামের ১০৩ রানের সুবাদে দলীয় সংগ্রহ ৩০৩ দাঁড় করায় পাকিস্তান। বাকি ব্যাটারদের মধ্যে আব্দুল্লাহ শফিক খেলেন ৫০ রানের ইনিংস (৬৮)। সাইম আইয়ুব ৩১, মোহাম্মদ রিজওয়ান ৩৭ রানের ইনিংস খেলেন। তায়েব তাহির ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন।
শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৩ রান করে পাকিস্তান।
জিম্বাবুয়ের পক্ষে বল হাতে সিকান্দার রাজা ও রিচার্ড নাগারভা ২ টি করে উইকেট নিয়েছেন।
জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। বড় লক্ষ্যমাত্রা, নিজেদের মাঠ হলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ (৬৩) রানের ইনিংস খেলেন ক্রেইগ আরভিন। ব্রায়ান বেনেট খেলেছেন ৩৭ রানের ইনিংস। বাকি ব্যাটাররা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন কেবল।
৪১তম ওভার খেলতে গিয়ে ২০৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।
পাকিস্তানের পক্ষে বল হাতে সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ ও আমের জামাল ২ টি করে উইকেট নিয়েছেন।
এম এইচ//