বিএনপি

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই : মির্জা আব্বাস

বায়ান্ন প্রতিবেদন

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা স্বাধীনতা দিবসের দিনকে খাটো করে দেখাতে চায়। তাদের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না।

রাজনীতির মাঠে সবাই সব দলের প্রতিপক্ষ উল্লেখ করে তিনি আরও বলেন, দলগতভাবে মতভেদের পার্থক্য থাকলেও দেশের প্রয়োজনে সবার ঐক্য একই থাকবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘১৯৭১ সালে দেশটি জন্ম নিয়েছে, তবে স্বাধীনতার ধারণা বিগত সময়ে নষ্ট করা হয়েছে। একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২০২৪ সালের অভ্যুত্থান ঘটেছে।’

অন্যদিকে, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘জনগণ যে সংস্কার চায়, তাতে ঐক্যমত প্রতিষ্ঠা করা জরুরি। রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে দলীয় ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন মির্জা আব্বাস | বিএনপি | দ্বিতীয় স্বাধীনতা