বিনোদন

২০ বছরে তামান্নার চলচ্চিত্র যাত্রা

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।  সম্প্রতি তার ২০ বছরের অভিনয় জীবনের যাত্রা ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন।   তিনি জানান, পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনে কীভাবে সমন্বয় করে চলেন এবং কীভাবে দর্শকরা তাকে নানা রূপে আবিষ্কার করেছেন।

তামান্না তার সাক্ষাৎকারে বলেছেন, 'আমি ব্যক্তিগত বিষয়গুলো সাধারণত গোপন রাখি, তবে আমি যে বিষয়গুলো আমার সঠিক মনে হয়, সেগুলো প্রকাশ্যে আনতে আমি কখনো দ্বিধাগ্রস্ত নই।  মানুষের সঙ্গে মেলামেশা করা এবং তাদের মাঝে হাসিমুখে সময় কাটানো আমাকে খুবই ভালো লাগে।'  তিনি আরও জানিয়েছেন, বিমানবন্দরে মানুষের সঙ্গে ছবি তোলা এবং অপরিচিতদের সঙ্গে কথা বলার মাধ্যমে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতেই তিনি আনন্দ পান।

২০০৫ সালে "চাঁদ সা রোশন চেহেরা" সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন তামান্না ভাটিয়া।  মাত্র ১৫ বছর বয়সে নায়িকা হিসেবে অভিষেক হলেও সিনেমাটি বক্স অফিসে সফল হয়নি।  কিন্তু এরপর তিনি তেলেগু এবং তামিল সিনেমাতেও কাজ শুরু করেন এবং তার প্রতিভার স্বীকৃতি পান। 

২০ বছরে প্রায় ৮৬টি ছবিতে অভিনয় করেছেন তামান্না এবং তার এই দীর্ঘ যাত্রার প্রতিফলন হিসেবে তিনি বলেন,  'আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তা আমার জীবনের এক বড় অর্জন।  প্রতিটি উত্থান-পতনই আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ।  আমি জীবনের সব অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ।' 

তিনি তার জীবনের কঠিন সময়গুলোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার কথা জানিয়ে বলেন, খারাপ সময়ের জন্য আমি কখনো অনুতপ্ত নই। বরং আমি বিশ্বাস করি, প্রতিটি চড়াই উতরাই আমাকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করেছে।  জীবনের প্রতিটি মুহূর্ত আমার জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে।

সম্প্রতি তার অভিনীত "স্ত্রী-২" সিনেমার 'আজ কি রাত মজা হুসনো কি' গানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই গানটি রাতারাতি ট্রেন্ডিং হয়ে ওঠে এবং বেশ কিছুদিন পর্যন্ত শীর্ষে ছিল। গানটির মাধ্যমে দর্শকরা তামান্নাকে এক নতুন রূপে আবিষ্কার করেছেন।

১৯৮৯ সালের ২১ ডিসেম্বর মুম্বাইয়ের একটি ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন তামান্না ভাটিয়া। তার বাবা হীরা ব্যবসায়ী। ১৩ বছর বয়স থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্ম নেয় এবং স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিনয়ের মাধ্যমে প্রথম অভিনয়ের প্রস্তাব পান। কিছুদিন থিয়েটারে কাজ করার পর ২০০৫ সালে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।

 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন তামান্না ভাটিয়া | ভারতীয় চলচ্চিত্র