আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প। আর এই শপথ নেয়ার আগেই যুক্তরাষ্ট্রের বাইরে থাকা বিদেশি শিক্ষার্থী ও কর্মচারীদের ফিরে আসার আহ্বান জানিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। শীতকালীন ছুটি কাটাতে অনেক শিক্ষার্থী কর্মচারী বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করছে।
৫ নভেম্বর নির্বাচনে জিতেই ট্রাম্প কঠোর অভিবাসন নীতি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই অভিবাসন নীতি নিয়ে বেশ কয়েক নির্বাহী আদেশ জারি করতে পারেন তিনি। আর এই নীতির গ্যাঁড়াকলে পড়ে সমস্যার মুখোমুখি হতে পারেন বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা দেশটির বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীরা। ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়া, ভেনিজুয়েলাসহ অনেক মুসলিম দেশের শিক্ষার্থীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো।
এ বিষয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অফিসের পরিচালক ডেভিড এলওয়েল উদ্বেগ প্রকাশ করে বলেন, ট্রাম্প প্রশাসনের নীতি বিদেশি শিক্ষার্থীদের ভ্রমণ ও ভিসা প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। এ জন্য শীতকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করা শিক্ষার্থীদের দ্রুত ক্যাম্পাসে ফেরা উচিত। কারণ, নতুন নীতিতে ভিসা প্রক্রিয়া বিলম্ব হতে পারে।
ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসও একই পরামর্শ দিয়েছে। তারা বলেছে, ট্রাম্পের শপথের আগে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উপস্থিত থাকা সবচেয়ে নিরাপদ হবে।
এনএস/