গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীতে ৯ জন, চট্টগ্রামে ৬ জন, কুমিল্লায় ৬ জন, ময়মনসিংহে ৭ জন ও কুষ্টিয়ায় ৩ জন।
রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গে চারজন মারা গেছেন।
চট্টগ্রাম:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৫৬ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৩৪৮ জন। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৬ হাজার ২০২ জনে।
কুমিল্লা:
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন নারী ও দুইজন পুরুষ। একই সময়ে নতুন করে ২০৩ জন শনাক্ত হয়েছেন।
ময়মনসিংহ:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়।
কুষ্টিয়া:
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। দুই মাসেরও বেশি সময় ধরে এই প্রথম ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি।
মুনিয়া