আর্কাইভ থেকে করোনা ভাইরাস

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যু এক হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে  করোনায় একদিনে মৃত্যু এক হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে আবারো বাড়ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। পাঁচ মাস পর দেশটিতে একদিনে মারা গেছে এক হাজার জনের বেশি। বুধবার করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৫৫ জন। যুক্তরাষ্ট্রে এক মাসের ব্যবধানে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। 

মার্কিন গণমাধ্যমগুলো জানায়, এই মুহূর্তে আক্রান্ত, উপসর্গসহ ৮৮ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। মার্কিন সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি জানিয়েছে, সম্প্রতি শনাক্তদের ৯৮ শতাংশের বেশি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। সংক্রমণ ঠেকাতে নিউ মেক্সিকো ও শিকাগোতে আবারও মাস্ক পরার নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা টিকার দুই ডোজ নেওয়ার পর প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় আগামী ২০ সেপ্টেম্বর থেকে বুস্টার ডোজ প্রয়োগের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র পরামর্শ উপেক্ষা করেই এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বুস্টার ডোজ দিলেও গরিব দেশে টিকা বিতরণ কার্যক্রম বাধাগ্রস্ত হবে না বলে দাবি করেছে হোয়াইট হাউজ। 

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গেল একদিনে মারা গেছে ১০ হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছে প্রায় সাত লাখ। 

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | | করোনায় | একদিনে | মৃত্যু | এক | হাজারের | বেশি