রাজধানীর নিউমার্কেট থানায় করা আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান জুম্মান এ আদেশ দেন।
সকাল ৭টার দিকে কামরুল ইসলামকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জাহাঙ্গীর আরিপ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে কামরুল ইসলামের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলাম ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার পেছনে আর যারা জড়িত তাদের শনাক্তকরণ ও পলাতক আসামিদের গ্রেপ্তার করার জন্য রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, কামরুল ইসলাম চার বারের এমপি, একবার মন্ত্রী ও একবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিরোধী দলকে দমনের জন্য তিনি সব সময় আগ্রাসী ভূমিকা পালন করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, অর্থ পাচার করেছেন। বিগত সরকারের আমলে এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি।
জেডএস/