তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না রাশিয়া। মস্কো প্রত্যাশা করে, তালেবানের অধীনে দেশটির সব জাতি গোষ্ঠীর সমন্বয়ে নতুন সরকার গড়ে উঠুক। বুধবার এ কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, আমরা তালেবানের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ দেখতে পাচ্ছি। তারা বলেছে, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকেও তাদের সরকারে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে, ল্যাভরভ জানান, তালেবান গোষ্ঠীর বিষয়ে এখনই কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের সব জাতি-গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়ে ল্যাভরাভ বলেন, দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর আফগানদের উচিত জাতির বৃহত্তর স্বার্থে আলোচনার টেবিলে বসা এবং ভবিষ্যত করণীয় ঠিক করা।
তবে, কাবুলের রুশ দূতাবাসকে উদ্ধৃত করে রাশিয়ান সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভ এবং একজন তালেবান প্রতিনিধির মধ্যে আলোচনা হয়েছে।
এসএন