আর্কাইভ থেকে এশিয়া

চীনে আনুষ্ঠানিকভাবে তিন সন্তান নীতির আইন পাশ

চীনে আনুষ্ঠানিকভাবে তিন সন্তান নীতির আইন পাশ

আনুষ্ঠানিকভাবে তিন সন্তান নীতির আইন পাশ করেছে চীন। কয়েক বছর ধরে কমতে থাকা জন্মহার বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

চীনা গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার চীনা পার্লামেন্টে এই আইনের অনুমোদন দেয় দেশটির আইনপ্রণেতারা। এর আগে চলতি বছরের মে মাসেই দম্পতিদের তিন সন্তান নেওয়ার অনুমতি দিয়েছিল সরকার।এবার তা আইনে পরিণত করা হল।

দম্পতিদের সন্তান নিতে আগ্রহী করতে পিতৃত্বকালীন ছুটি, কর্মজীবী নারীদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ শিশু লালন-পালনে সুবিধা বাড়ানোর মতো বিষয়গুলো বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বেশি সন্তান নেওয়ার জন্য বাবা মায়ের উপর আরোপ করা জরিমানার বিধানও বাতিল করা হয়েছে। কয়েক বছর ধরেই দেশটিতে জন্মহার ক্রমাগত কমছে।

২০১৬ সালে এক সন্তান নীতি থেকে বেরিয়ে যায় চীন। শিশু জন্মের পরিসংখ্যানে কোন পার্থক্য না হওয়ায় এবার তিন সন্তান নীতি চালু করেছে দেশটির সরকার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন চীনে | আনুষ্ঠানিকভাবে | তিন | সন্তান | নীতির | আইন | পাশ