আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘হেনরি’। 

নিউইয়র্ক অঙ্গরাজ্যে জারি হয়েছে জরুরি অবস্থা। এছাড়া যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের সব বাসিন্দাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি ঝড়ের প্রস্তুতি নিতে আহ্বান জানানো হয়েছে। 

হারিকেনটি উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ মাইল। প্রবল বৃষ্টিপাতেরও আশঙ্কা করা হচ্ছে। আটলান্টিক মহাসাগরে গ্রীষ্মমন্ডলীয় ঝড় থেকে ক্রমেই শক্তিশালী হারিকেনে পরিণত হওয়া হেনরি স্থানীয় সময় রোববার নাগাদ নিউইয়র্কের লং আইল্যান্ড এবং নিউ ইংল্যান্ডের দক্ষিণ অংশজুড়ে আঘাত হানতে পারে। হারিকেনের প্রভাবে আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাসও দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে হারিকেন হেনরি নিউইয়র্ক, কানেটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার ও রোড আইল্যান্ডে রোববার নাগাদ আঘাত হানতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে নিউইয়র্ক ও নিউ ইংল্যান্ডের ওপর দিয়ে বয়ে যেতে পারে হারিকেনটি।

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | ধেয়ে | আসছে | শক্তিশালী | ঝড়