আর্কাইভ থেকে বাংলাদেশ

গণ টিকা কার্যক্রম থাকবেনা; স্বাস্থ্যমন্ত্রী

গণ টিকা কার্যক্রম থাকবেনা; স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী জানুয়ারী ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে ৭ থেকে ৮ কোটি মানুষকে করোনার টিকা দেয়া সম্ভব হবে।

সোমবার দুপুরে (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি আরো বলেন, ইতোমধ্যে সাড়ে ৩ কোটি নিবন্ধন হয়েছে। তাদের মধ্যে ২ কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে মৃত্যুর হার খুব কম।

মন্ত্রী বলেন, আগামীতে গণটিকা কার্যক্রম আর হবে না বা এই নামটি থাকবে না। টিকার জন্য বড় লম্বা লাইন যেন আর না হয়, সেলক্ষ্যে স্বাস্থ্য বিধি মেনে সুশৃঙ্খল ভাবে টিকার ব্যবস্থা করা হবে। যত টিকা থাকবে, ঠিক ততগুলোই নিবন্ধন করা হবে।

মন্ত্রী আরো জানান, দ্বিতীয় ডোজের টিকা দেয়ার সময় কমিয়ে যাতে ১৫ দিনে মধ্যে দেয়া যায়, সেই পরিকল্পনা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন গণ | টিকা | কার্যক্রম | থাকবেনা | স্বাস্থ্যমন্ত্রী