আর্কাইভ থেকে আইন-বিচার

মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ থেকে শুরু হয়েছে। 

সকালে, আদালতে তোলা হয়েছে ওসি প্রদীপসহ ১৫ আসামিকে। মামলার বাদীসহ আজ প্রথম দিনে ৫ জনের স্বাক্ষী গ্রহণ করা হবে বলে জানান পিপি। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আজ থেকে আগামী ২৫ আগস্ট পর্যন্ত টানা তিনদিন এ সাক্ষ্যগ্রহণ চলবে। 

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল জানান, এ তিনদিন মামলার এক থেকে ১৫ নম্বর সাক্ষীরা সাক্ষ্য দেবেন। মামলার বাদী ও প্রথম সাক্ষী নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার দিয়েই সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। 

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

এ সম্পর্কিত আরও পড়ুন মেজর | সিনহা | হত্যা | মামলার | সাক্ষ্য | গ্রহণ | শুরু