আর্কাইভ থেকে বিএনপি

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার ভবিষ্যত প্রজন্মকে ক্ষতি করছে: মির্জা ফখরুল

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার ভবিষ্যত প্রজন্মকে ক্ষতি করছে: মির্জা ফখরুল

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার ভবিষ্যত প্রজন্মের ভয়ংকর ক্ষতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির পরিচালিত কোভিড-১৯ হেল্প সেন্টারের জন্য ঔষধসামগ্রি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

ফখরুল বলেন, সবকিছু খুলে দিলেও পরিকল্পিতভাবে বন্ধ রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের যখন প্রয়োজন হয় তখন লকডাউন দেয়, যখন মনচায় তুলে নেয়। 

মির্জা ফখরুল বলেন, পত্রিকায় দেখলাম যে ছেলেরা এখন বেলুন বিক্রি করছে, বাদাম বিক্রি করছে। স্কুল বন্ধ এখন তারা বাবা-মাকে সাহায্য করার জন্য এগুলো করছে। অর্থাৎ দে হেভ বিন অলরেডি ডাইভার্টেড। এই যে একটা ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে প্রজন্মের, সেই ক্ষতিটা সরকারকে মোকাবিলার করার জন্য এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তারা সেভাবে গ্রহণ করতে পারেনি। তারা আছে শুধু বিভিন্ন রকম ভুল ব্যাখ্যা ও তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে।

করোনার এই সময়ে পৃথিবীর সব দেশেই মানুষকে বাঁচিয়ে রাখার জন্য জীবন-জীবিকার পরিকল্পনা করেছে অথচ বাংলাদেশে কোনো পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন তিনি। 

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষা | প্রতিষ্ঠান | বন্ধ | রেখে | সরকার | ভবিষ্যত | প্রজন্মকে | ক্ষতি | করছে | মির্জা | ফখরুল