আর্কাইভ থেকে আফ্রিকা

নাইজারে বোকো হারামের হামলায় নিহত হয়েছে ১৬ সেনা সদস্য

নাইজারে বোকো হারামের হামলায় নিহত হয়েছে ১৬ সেনা সদস্য

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহত হয়েছে দেশটির ১৬ সেনা সদস্য। হামলায় আহত হয়েছেন আরও নয় জন। 

মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক চেকপোস্টে বোকো হারাম যোদ্ধারা হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। 

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, মঙ্গলবার (২৪ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক চেকপোস্টে কয়েকশ বোকো হারাম সদস্য হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।পাল্টা এই হামলায় প্রায় ৫০ জন জঙ্গি নিহত হয়েছে। এছাড়া প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রতিবেশী দেশ মালি এবং বুরকিনা ফাসোর মতো প্রায়ই আল-কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী সংশ্লিষ্ট স্থানীয় গোষ্ঠীগুলোর লক্ষ্যে পরিণত হচ্ছে নাইজার।
পশ্চিম আফ্রিকার যুদ্ধপীড়িত অঞ্চল সাহেলে জাতিসংঘ এবং বিভিন্ন দেশের হাজার হাজার সৈন্য মোতায়েন সত্ত্বেও প্রায়ই নাইজারে প্রাণহানীর ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

এ সম্পর্কিত আরও পড়ুন নাইজারে | বোকো | হারামের | হামলায় | নিহত | হয়েছে | ১৬ | সেনা | সদস্য