আন্তর্জাতিক

সিরিয়ায় বাশারের অনুগত বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তারতুসে বড় অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

এর আগে, বুধবার প্রদেশটিতে বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে সংঘাতে ১৪ পুলিশ সদস্য নিহত হয়। এর একদিন পরেই এই ঘটনা ঘটলো

বৃহস্পতিবার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ আব্দুল রহমান জানান, দেশটিতে আসাদের অনুগত সশস্ত্র যোদ্ধারা পুলিশের ১৪ জন সদস্যকে হত্যা ও আরও ১০জনকে আহত করেছে। সিরিয়ার নিরাপত্তা ব্যবস্থা ও নাগরিকদের জীবনকে কেউ যদি বিপন্ন করতে চায়, তবে তাদের কঠোর হাতে দমন করা হবে।

উল্লেখ্য, তারতুস প্রদেশটি বাশার আল–আসাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে তাঁর নিজ গোত্র আলাউইত জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক দিনগুলোয় বেশ উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন সিরিয়ায়