আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ঘোষণার পরদিনই সিরিয়ায় ড্রোন হামলা, নিহত ৭ সেনা

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি ঘোষণার মাত্র একদিনের মাথায় আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে সিরিয়া। কুর্দি গোষ্ঠী ওয়াইপিজি/এসডিএফ দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এতে সিরীয় সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বুধবার (২১ জানুয়ারি) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

সিরীয় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া ও যোগাযোগ বিভাগ জানিয়েছে, হাসাকাহর গ্রামীণ এলাকায় আল-ইয়ারুবিয়াহ সীমান্ত ক্রসিংয়ের কাছে সেনাবাহিনী একটি বিস্ফোরক ও ড্রোন গোলাবারুদ তৈরির কারখানা শনাক্ত করে। সেখানে ইরান-নির্মিত বেশ কয়েকটি ড্রোন মজুত ছিল, যেগুলো এসডিএফ সজ্জিত করার প্রস্তুতি নিচ্ছিল।

সেনারা এলাকা নিরাপদ করতে অভিযান শুরু করার পরই এসডিএফ একটি আত্মঘাতী ড্রোন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সাতজন সেনা নিহত হন এবং আরও ২০ জন আহত হন বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সেনাবাহিনীর অপারেশন কমান্ড পৃথক এক বিবৃতিতে ঘটনাটিকে “গুরুতর উত্তেজনা বৃদ্ধি” এবং “যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন” হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, এসডিএফ নিয়মিতভাবে সিরীয় নাগরিক ও সেনাদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে এবং আগের সব সমঝোতা অমান্য করছে।

উল্লেখ্য, হামলার আগের দিন মঙ্গলবার সিরীয় প্রেসিডেন্সি জানায়, হাসাকাহ প্রদেশের ভবিষ্যৎ নিয়ে এসডিএফ-এর সঙ্গে একটি ‘পারস্পরিক বোঝাপড়া’ হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয়, উভয় পক্ষ চারদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা থেকে কার্যকর হয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরিয়া