সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায়, চারজন নিহত হয়েছে।
ভোরে, হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায়, যাত্রীবাহি একটি ভ্যানকে, উত্তরাঞ্চলগামী একটি কার্ভাড ভ্যান ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই যাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন, পাঁচলিয়া গ্রামের ভ্যান চালক খোদাবক্স, হায়দার আলী ও শাহাদৎ হোসেন।
এদিকে, সকালে জেলার তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় আহত হয় আরো দুইজন।