আর্কাইভ থেকে করোনা ভাইরাস

জাপানে মডার্নার দূষিত করোনার টিকা নেওয়া দুইজনের মৃত্যু

জাপানে মডার্নার দূষিত করোনার টিকা নেওয়া দুইজনের মৃত্যু

জাপানে ত্রুটির আশঙ্কায় বাতিল করা করোনাভাইরাসের মডার্নার টিকা নেওয়া দুইজনের মৃত্যু হয়েছে। গেল বৃহস্পতিবার দূষিত হওয়ার আশঙ্কা থেকে মডার্নার টিকা প্রয়োগ স্থগিত করেছিল দেমটি। এবার জানা গেল ওইসব দূষিত টিকা নেওয়া দুইজনের মৃত্যু হয়েছে।

স্ট্রেইটস টাইমস জানিয়েছে, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকদিন আগেই বাতিল হওয়া ব্যাচের টিকা নিয়েছিল ওই দুই ব্যক্তি। তবে মৃত্যুর ঘটনা এখনো তদন্ত করছে কর্তৃপক্ষ।

দূষিত পদার্থ থাকার সন্দেহে বৃহস্পতিবার ১৬ লাখ ডোজ মডার্নার টিকা বাতিল করে জাপান সরকার। তবে মডার্না কর্তৃপক্ষ জানিয়েছিল, টিকাগুলোতে ঝুঁকিপূর্ণ কোন উপাদান পাওয়া যায়নি। সতর্কতার অংশ হিসেবেই টিকাগুলো বাতিল করা হয়েছে।

জাপানের সাতটি ভ্যাকসিন সেন্টারের ৩৯টি ভায়ালে শনাক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত উপাদানটি। এরপরই মডার্নার কোভিড-১৯ টিকার বিপুলসংখ্যক ডোজের প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। ওই সিদ্ধান্তের আগেই করোনার টিকা নিয়েছিল দুইজন। মৃত দুইজনই পুরুষ। তাদের বয়স ৩০ এর ঘরে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েকদিন পর ওই দুইজন মারা যায়। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন জাপানে | মডার্নার | দূষিত | করোনার | টিকা | নেওয়া | দুইজনের | মৃত্যু