আর্কাইভ থেকে এশিয়া

কাবুলে আবারও মার্কিন ড্রোন হামলা; শিশুসহ নিহত ৯

কাবুলে আবারও মার্কিন ড্রোন হামলা; শিশুসহ নিহত ৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি আবাসিক এলাকায় হামলাটি চালানো হয়। এতে নিহত হয়েছে অন্তত নয়জন বেসামরিক নাগরিক। এদের মধ্যে ছয় শিশু ও একই পরিবারের চারজন সদস্য রয়েছে। নিহতরা হলো- জামারা (৪০), নাসির (৩০), জমির (২০), ফয়সাল (১০), ফারজাদ (৯), আরমিন (৪), বেনিয়ামিন (৩), আয়াত (২) এবং সুমাইয়া (২)।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, একজন প্রত্যক্ষদর্শী জানান, নিহত পরিবারটির প্রতিবেশী ছিলেন তিনি। তারা তাদের সাহায্য করার চেষ্টা করছিল। আগুন নেভানোর জন্য পানি নিয়ে এসেছিল। সেখানে তিনি দেখেন, ৫-৬ জন মানুষ মৃত পড়ে আছে। এদের মধ্যে বাবা, তার দুই সন্তান ও আরেকজন ছেলে ছিল।

এর আগে, কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের পাশে আত্মঘাতী বোমা হামলাকারীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় মার্কিন বিমানবাহিনী। স্থানীয় সময় রোববার সন্ধ্যার দিকে বিমানবন্দরের উত্তর-পশ্চিম দিকে হামলাটি চালানো হয়।

পেন্টাগনের দাবি, এতে গাড়িবোমা হামলার প্রস্তুতি নেওয়া অন্তত একজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে। একজন গাড়িতে করে হামিদ কারজাই বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন তিনি। ওই ব্যক্তির কাবুল বিমানবন্দরের বাইরে হামলার উদ্দেশ্যে ছিল। ওই সময় হামলাকারীর গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় মার্কিন বিমানবাহিনী।

আবারও আত্মঘাতী হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করার পরদিন রোববার দ্বিতীয় এই ড্রোন হামলা হলো। আফগানিস্তান থেকে বিদেশি সেনাসহ আফগানদের সরিয়ে নেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল। শেষ মুহূর্তে পরিচালনা করা হচ্ছে জোরদার অভিযান। 

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন কাবুলে | আবারও | মার্কিন | ড্রোন | হামলা | শিশুসহ | নিহত | ৯