আর্কাইভ থেকে আওয়ামী লীগ

চন্দ্রিমায় জিয়ার লাশ পেলে নাকে খত দেবেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

চন্দ্রিমায় জিয়ার লাশ পেলে নাকে খত দেবেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ পাওয়া গেলে নাকে খত দিয়ে জাতির কাছে ক্ষমা চাইবেন। বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ‘বঙ্গবন্ধুর আদর্শ হত্যা রোধে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ।

মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের লাশ নাকি তারা (বিএনপি) খুঁজে পেয়েছেন। এখন তাদের জাতির কাছে জবাব দিতে হবে সেই লাশের ছবি কোথায়? ডিএনএ টেস্ট করে যদি জিয়ার মাজারে তার অস্তিত্ব পাওয়া যায়, তাহলে আমি নাকে খত দিয়ে ক্ষমা চাইব। আমি চ্যালেঞ্জ করছি, সেখানে জিয়ার কোনো বডি নাই। একটা কাঠের বক্স সেখানে দাফন করা হয়েছিল।’

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুখ ইসলাম বলেছেন, জিয়াউর রহমানের লাশ তারা খুঁজে পেয়েছেন। এখন তাকে জাতির কাছে জবাব দিতে হবে সেই লাশের ছবি কোথায়। সাধারণ একজন মানুষেরও তো ছবি থাকে আর তিনি রাষ্ট্রপতি তার সব কিছুর ছবি ধারণ করা থাকে। সব তথ্য ধারণ করা থাকে। জিয়াউর রহমানের লাশ পেলেন, ছবিটা দয়া করে দেখান। সেখানে তিনি থামেন নাই। তিনি বলেছেন, জিয়াকে পোস্টমর্টেম করা হয়েছে, ২২টা বুলেট পাওয়া গেছে। তাহলে ছবি দেখান। যদি বলেন এটা বিকৃত হয়েছিল, তাহলে অন্তত মুখের ছবি দেখান।’

মোজাম্মেল হক বলেন, ‘একটি অনুষ্ঠানে জিয়ার মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করার প্রস্তাব অনেকেই করেছেন। আমি সেখানে সভাপতি ছিলাম। আমি বলেছিলাম যে, প্রমাণ দেন জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুর খুনি। আমরা সবই বুঝি জানি, কিন্তু মুখে বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। বিএনপিকে বিনয়ের সঙ্গে বলছি, ব্যক্তিগত আক্রোশ নয়, ইতিহাসকে তার গতিতে চলতে দিন। ইতিহাসে রাজনৈতিক সব অপরাধীর বিচার করা হবে। সংসদ থেকে নকশাবহির্ভূত যা আছে, সেগুলো অপসারণ করা হবে। দারিদ্র্য, দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারলে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ হবে।’

এস

এ সম্পর্কিত আরও পড়ুন চন্দ্রিমায় | জিয়ার | লাশ | পেলে | নাকে | খত | দেবেন | মুক্তিযুদ্ধ | মন্ত্রী