আর্কাইভ থেকে আইন-বিচার

জুলহাস-তনয় হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড, খালাস ২

জুলহাস-তনয় হত্যা: ৬ জনের মৃত্যুদণ্ড, খালাস ২

আলোচিত জুলহাস-তনয় হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড এবং ২জনকে খালাসের ঘোষণা দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ আগস্ট) এই রায় ঘোষণা করা হয়।
 
এর আগে গত ২৩ আগস্ট ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত রায় ঘোষণার জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন- আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, মওলানা জুনায়েদ আহম্মেদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ।

২০১৯ সালের ১২ মে জিয়াসহ আট জনের বিরুদ্ধে কলাবাগান থানায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম।

২০১৬ সালের ২৫ এপ্রিল, সন্ধ্যায় কলাবাগানের বাসায় ঢুকে জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যা করে পালানোর সময় বাধা দিলে বাড়ির নিরাপত্তা কর্মীকে কুপিয়ে আহত করে তারা। পালানোর সময় হামলাকারীকে জাপটে ধরলে পুলিশের সহকারী উপপরিদর্শক মমতাজউদ্দিনকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে, কলাবাগান থানায় করা দুই মামলার তদন্ত করে সিটিটিসি। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন জুলহাসতনয় | হত্যা | ৬ | জনের | মৃত্যুদণ্ড | খালাস | ২