আর্কাইভ থেকে বাংলাদেশ

বৃষ্টি ও বন্যায় নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

বৃষ্টি ও বন্যায় নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

হারিকেন আইদার প্রভাবে অতি বর্ষণের জেরে নিউইয়র্কে বন্যাজনিত জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

বুধবার মধ্যরাত থেকে ভারি বর্ষণ হচ্ছে নিউইয়র্কে, এর মধ্যে হয়ে গেছে একটি টর্নেডোও। নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও নগরবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার আহবান জানিয়েছেন। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, শহরের সেন্ট্রাল পার্ক এলাকায় এক ঘণ্টায় ৩ দশমিক ১৫ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 
শহরটির পাতাল রেল কর্তৃপক্ষ জানায়, অতি বর্ষণ ও বন্যাজনিত কারণে পাতাল রেলসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে শহরের দুই প্রধান বিমানবন্দর লা গুয়ারদিয়া ও জেএফকে।

এ সম্পর্কিত আরও পড়ুন বৃষ্টি | ও | বন্যায় | নিউইয়র্কে | জরুরি | অবস্থা | জারি