আর্কাইভ থেকে বাংলাদেশ

ক্যান্সার আক্রান্তদের দ্বিতীয় টি-টোয়েন্টি উৎসর্গ করল বিসিবি

ক্যান্সার আক্রান্তদের দ্বিতীয় টি-টোয়েন্টি উৎসর্গ করল বিসিবি

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি উৎসর্গ করা হবে ক্যান্সারে আক্রান্ত রোগীদের। বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) প্রতি সমর্থন জানিয়ে বিশেষ এই উদ্যোগ নিয়েছে বিসিবি।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

২০১৯ সালের ডিসেম্বর থেকে ক্যান্সারে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে কার্যক্রম শুরু করে ব্যানক্যাট। এই স্বেচ্ছাসেবী সংস্থাটি ক্যান্সার প্রতিরোধ, গবেষণা, শিক্ষা, এডভোকেসি ও সেবার মাধ্যমে ক্যান্সার দূরীকরণের লক্ষ্যে কাজ করছে। এবার তাদের কার্যক্রমকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানায়, সিরিজের দ্বিতীয় ম্যাচটি উৎসর্গ করা হবে ক্যান্সারের সঙ্গে যারা যুদ্ধ করছেন তাদের।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৬০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। পরে ব্যাট করতে নেমে ৩০ বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচটি জেতে বাংলাদেশ। ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে স্বাগতিকরা। বিসিবির মহান উদ্যোগের ম্যাচটি  জয়ের ধারাবাহিকতায় শেষ করার প্রত্যাশা থাকবে টাইগারদের। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ক্যান্সার | আক্রান্তদের | দ্বিতীয় | টিটোয়েন্টি | উৎসর্গ | করল | বিসিবি